সূত্র: ৩৭.২৪.০০০০.০০১.৩১.০০২.১৮.২০৪ ২২ সেপ্টেম্বর ২০১৯ উপর্যুক্ত বিষয়ের পরিপেক্ষিতে জানানো যাচ্ছে যে, অর্থের অভাবে শিক্ষার সুযোগ বঞ্চিত দেশের সকল স্কুল/কলেজ/মাদরাসা/বিশ্ববিদ্যালয় অধ্যয়নরত দরিদ্র, মেধাবী শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদানের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী ‘প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট আইন, ২০১২’ পাস হয় এবং এ আইনের ৩(১) উপ-ধারার বিধান অনুযায়ী ‘প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট’ নামে একটি ‘ট্রাস্ট’ স্থাপন করা হয়। প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট স্নাতক পাস বা সমমান পর্যায়ে উপবৃত্তি প্রদান ব্যতীত “দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিতকরণে আর্থিক সহায়তা প্রদান নীতিমালা, ২০১৯” অনুযায়ী ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পাস পর্যায়ের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান করে থাকে। “দুর্ঘটনায় গুরুতর আহত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের এককালীন আর্থিক অনুদান প্রদান নীতিমালা, ২০১৯” অনুযায়ী ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পাস পর্যায়ের দুর্ঘটনায় গুরুতর আহত শিক্ষার্থীদের মেডিকেল সার্টিফিকেট এর ভিত্তিতে এককালীন আর্থিক অনুদান প্রদান করে থাকে। এছাড়া ‘এম.ফিল.ও পিএইচ.ডি. কোর্সে ফেলোশিপ ও বৃত্তি প্রদান নীতিমালা, ২০১৭’ অনুযায়ী এম.ফিল.ও পিএইচ.ডি. কোর্সে অধ্যয়নরত গবেষকদের ফেলোশিপ ও বৃত্তি প্রদান করে থাকে। “দুর্ঘটনায় গুরুতর আহত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের এককালীন আর্থিক অনুদান প্রদান নীতিমালা, ২০১৯” অনুযায়ী ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পাস পর্যায়ের দরিদ্র ও মেধাবী (অভিভাবকের বার্ষিক আয় সর্বোচ্চ এক লক্ষ দশ হাজার টাকা পর্যন্ত এবং জমির পরিমান পঁচাত্তর শতাংশের কম) দুর্ঘটনায় গুরুতর আহত শিক্ষার্থীদের মেডিকেল সার্টিফিকেট এর ভিত্তিতে এককালীন আর্থিক অনুদান প্রদান করা হয়। এখানে উল্লেখ্য যে, জন্মগতভাবে প্রতিবন্ধী বা কোন রোগে আক্রান্ত শিক্ষার্থীদের এ নীতিমালার আওতায় অনুদান প্রদান করা হয় না। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত অঙ্গের বিবরণ উল্লেখপূর্বক মেডিকেল সার্টিফিকেট, জন্ম নিবন্ধনের কপি এবং পূর্ববর্তী শ্রেণির বার্ষিক রেজাল্টের কপিসহ নির্ধারিত ফরমে আবেদনের প্রেক্ষিতে শিক্ষার্থীদের এ অনুদান প্রদান করা হয়। আপনার অধিক্ষেত্রস্থ এ ধরণের শিক্ষার্থীদের অনুদান প্রাপ্তির লক্ষ্যে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট বরাবর নির্ধারিত ফরমে আবেদনে উৎসাহিতকরণ এবং বিষয়টি ব্যাপক প্রচারের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। ফরম প্রাপ্তির স্থান-প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ওয়েরবসাইট এর ঠিকানা
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস