এই মাদ্রাসাটি 1988 সালে প্রতিষ্ঠিত হয় , স্থানীয় লোক জনের অবহেলায় উক্ত প্রতিষ্ঠানটি অকেজো হিসাবে পরেথাকে। পরবর্তীতে স্থানীয় লোক জনের জুরালো প্রচেষ্টায় মাদ্রাসাটি 2002 সালে নতুন রুপ ধারন করে। এখানে এখন বহু ভবন নির্মীত হয়ছে। এখানে প্রচুর ছাত্র-ছাত্র্রী রয়েছে।
মোট ছাত্র-ছাত্রী: 125 জন
1। নূরানী শ্রেনীতে -25 জন ছাত্র-ছাত্রী।
2। 1ম শ্রেনীতে -15 জন ছাত্র-।
3। 2য় শ্রেনীতে - 25জন ছাত্র।
উপজেলা সদর খেকে সিএনজি যোগে রশিদপুর বাজার যেতে হয়। রিকসা অথবা সিএনজি যোগে যাওয়া যায়। তাছাড়া উপজেলা সদর খেকেও সিএনজি যোগে মাদ্রাসাতে যাওয়া যায়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস