Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
বাহুবল উপজেলার হাইওয়ে রাস্তায় মারাত্মক সড়ক দূর্ঘটনায় ৭জনের মৃত্যু ঘটে।
বিস্তারিত

বাহুবল উপজেলার হাইওয়ে রাস্তায় মিরপুর এর নিকটবর্তী তগলী নামক স্থানে মারাত্মক সড়ক দূর্ঘটনায় ৭জনের প্রাণহানী ঘটে। পত্যেক্ষদর্শীর মাধ্যমে জানা যায় যে, গতকাল রোজ শুক্রবার বিকাল ৩.৩০ ঘটিকার সময় চারগাও এলাকা থেকে ২ জন মোটর সাইকেল আরহী তাদের বাড়ীর রাস্তা হইতে হাইওয়ে রাস্তায় কোন দিকে দেখে উঠে যায়, তখন তাদের বিপরীত দিক হইতে ঢাকা ইয়ারপোর্ট থেকে  আসা একটি নোহা গাড়ীর সাথে সংঘর্ষ হয়, এবং নোহা গাড়ী নিয়ন্ত্রন হারিয়ে  বিপরীত থেকে সিলেটগামী একটি মিতালীর সামন দিকে ঢোকে যায় , এতে মোটর সাইকেলের ১ জন ও নোহার ৫ জন যাত্রী ঘটনার স্থলে মারা যায়। হাসপাতাল নেওয়ার সময় মোটর সাইকেলের ২য় জন মারা যায়। এতে এলাকার লোকজন চার দিক থেকে ছোটে আসলে দেখা যায় এবং তাদের ঘটনা স্থল থেকে উদ্দার করলে মোটরসাইকেল আরহী ২ জন চারগাও গ্রামের মিরপুর বাজারের ব্যবসায়ী লকুছ মিয়ার আপন ২ছেলে, বিকালের খাওয়া শেষে তারা ২ ভাই বাজারে ব্যবসার জন্য যাচ্ছিল। নোহা গাড়ীর আরহী লন্ডন থেকে আসা ছেলে আনতে যাচ্ছিলেন বাবা, সাথে ছিলেন  ড্রাইভার , হেলপার ও একজন আত্নীয় মোট ৫জন আসছিলেন বাড়ীর দিকে। ২ঘন্টা যাবত গাড়ী চলাচল বন্ধ থাকে পরে হাইওয়ে পুলিশ গাড়ী দুটি রাস্তা থেকে সরালে পুনরায় যানবাহন চলাচল শুরু হয়। মৃত ব্যক্তিদের বাড়ীতে বয়ে যাচ্ছে জোয়ার। এতে এলাকার লোকজন খুবই মর্মাহত।

ছবি
ডাউনলোড